Netaji's Birth Anniversary: 'পরাক্রম দিবস নাম রাখার আগে জিজ্ঞেস করতে পারত', কেন্দ্রের কর্মসূচিকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

Continues below advertisement
আজ নেতাজির (Subhas Chandra Bose) জন্মজয়ন্তী উপলক্ষে শ্যামবাজার থেকে পদযাত্রা করে রেড রোডে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রেড রোড থেকে বক্তব্য রাখেন তিনি। বলেন, 'পরাক্রম শব্দের অর্থ কী? নাম রাখার আগে আমাকে অথবা সুগত বসুর কাছে জিজ্ঞাসা করতে পারত। যে মানুষটার নাম বাঙালি স্বর্ণাক্ষরে লিখে রাখে, তার জন্মদিনে পরাক্রম নাম কে দিল? যদিও আমরা আজ দেশনায়ক দিবস পালন করেছি। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নেতাজিকে দেশনায়ক রূপে আখ্যা দেন। আমরা রবীন্দ্রনাথ, নেতাজিকে মিলিয়ে আজ আমরা দেশনায়ক দিবস পালন করেছি। এটাই বাংলা।'


 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram