মদ্যপানের প্রতিবাদ করায় 'মার', অপমানে আত্মঘাতী প্রৌঢ়

Continues below advertisement
মদ্যপানের প্রতিবাদ করায় 'মারধর'। আত্মঘাতী প্রৌঢ়। অশোকনগরের ঘটনা। মদ্যপানের প্রতিবাদ করায় বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। গতকাল গৌতম দেবনাথ নামে এক প্রৌঢ় কাজ সেরে বাড়ি ফিরছিলেন সন্ধ্যাবেলা। সেই সময় অশোকনগর কল্যানগড় পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের আদর্শপল্লী এলাকায় রাস্তার ধারেই কয়েকজন যুবক মদ্যপান করছিল। গালিগালাজও করছিল। তখন তিনি প্রতিবাদ করেন। তখনই ওই মদ্যপ যুবকরা তাঁকে মারধর করে। প্রকাশ্যে তাঁকে মারধর করায় অপমান সহ্য় করতে না পেরেই তিনি আত্মহত্যা করেছেন বলে অনুমান করা হচ্ছে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram