‘কেন স্বাধীনতার ৭৩ বছর পর দেখাতে হবে যে মা-বাবার জন্ম কোথায়?’ প্রশ্ন মমতার
Continues below advertisement
জাতীয় নাগরিক পঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ফের পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের এইট বি বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিল রাসবিহারী মোড় হয়ে প্রতিবাদ মিছিল ভবানীপুরের যদুবাবুর বাজারে শেষ হয়। কাল হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত তৃতীয় মিছিল করবেন তৃণমূলনেত্রী। শুক্রবার তৃণমূল ভবনে জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মিছিল শেষের পর, বক্তব্য রাখতে গিয়ে যাদবপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন--
* সংবিধানকে পর্যুদস্ত করা হয়েছে।
* গণতান্ত্রিক কাঠামো নষ্ট করা হয়েছে।
* আমাদের একমাত্র পথ রাস্তায় নামা। রাস্তাই আমাদের রাস্তা দেখাবে।
* আমরা ঝগড়া-বাটোয়ারা করি না। সবাই সবাইকে ভালবাসি। ভালবাসাই আমাদের ধর্ম।
* আজ একটা দল ভোটে জিতে এসেছে বলে গায়ের জোরে যা ইচ্ছে তাই করবে, মানা যায়?
* আমি কি পশ্চিমবঙ্গে বলতে পারি, রাজ্যের সব প্রপার্টি আমার হয়ে গেল?
* উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে বলছে বেরিয়ে যাও।
* উত্তর-পূর্ব, দিল্লি জ্বলছে।
* ওরা নাকি সবাইকে নিয়ে চলবে।
* ভোটে বলল সবকা সাথ, সবকা বিকাশ। কোথায় হল?
* বলছে নাগরিক অধিকার দেব। কাকে দেবে?
* ওদের ভাষায় আমরা নাগরিক নই।
* বাইরে থেকে যারা আসবে, পাঁচ বছর থাকবে, তাদের নাগরিকত্ব দেবে। আমরা কোথায় যাব?
* ১০ হাজারকে নাগরিকত্ব দেওয়ার নাম করে এক লক্ষের মধ্যে ৯০ হাজারকে বাদ দেওয়া।
* অসমে চুক্তি হয়েছিল। তার অংশ ছিল। অসমেও ১৩ লক্ষ লোককে বাদ দিয়েছে।
* বহু লোক সুইসাইড করেছে। এর দায় কে নেবে?
* মানুষকে ভয় দেখাচ্ছে। পিঁয়াজের দাম দু’শো টাকা।
* এরপর হিন্দুত্ব বাজারে বিক্রি করবে।
* কখনও শিখ তাড়াবে, কখনও বাঙালি তাড়াবে।
* রিজার্ভ ব্যাঙ্ক বলেছে ১ লক্ষের বেশি টাকা দেবে না।
* ঘরে রাখলে নোটবন্দি, ব্যাঙ্কে রাখলে ঝুটবন্দি।
* আমরা সবাই নাগরিক। নাগরিকে নাগরিকে ভেদাভেদ করা যাবে না।
* আমার অধিকার কেড়ে নিতে দেব না।
* স্বাধীনতার ৭৩ বছর পর দেখাতে হবে, মা-বাবার জন্ম কোথায়? এটা কোনও কথা নাকি?
* বাংলায় করতে দেব না। দিল্লি, পঞ্জাব, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, রাজস্থান, বিহারের মুখ্যমন্ত্রী বলেছে করতে দেবে না।
* এরপর বিজেপির রাজ্যগুলিকেও বলতে হবে, সেখানে হবে না।
* রেলব্লক না, রাস্তা অবরোধ নয়।
Continues below advertisement