মিমি চক্রবর্তীকে লক্ষ্য করে ট‍্যাক্সিচালকের কটূক্তি ও শ্লীলতাহানির অভিযোগ, আজ আলিপুর আদালতে গোপন জবানবন্দি অভিনেত্রীর

Continues below advertisement
আলিপুর আদালতে গোপন জবানবন্দি অভিনেত্রী মিমি চক্রবর্তীর। সোমবার ভরদুপুরে জনবহুল এলাকায় মিমিকে লক্ষ্য করে কটূক্তি ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে এক ট্যাক্সি চালকের বিরুদ্ধে। গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের হয়। ওই ঘটনায় আনন্দপুর থানা এলাকা থেকে অভিযুক্ত ট্যাক্সি চালককে গ্রেফতার করে পুলিশ।

ভর দুপুরে খাস কলকাতার জনবহুল এলাকায় তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে কটূক্তির অভিযোগ ওঠে ট্যাক্সি চালকের বিরুদ্ধে। গ্রেফতার অভিযুক্ত। গতকাল দুপুরে বালিগঞ্জ ফাঁড়ি থেকে নিজের গাড়িতে গড়িয়াহাটের দিকে যাচ্ছিলেন মিমি চক্রবর্তী। তৃণমূল সাংসদের অভিযোগ, সেইসময় এক ট্যাক্সিচালক তাঁকে কটূক্তি করে। গড়িয়াহাট থানায় কটূক্তি ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়। রাতেই আনন্দপুর থানা এলাকার উত্তর পঞ্চান্নগ্রাম থেকে অভিযুক্ত ট্যাক্সি চালক দেবা যাদবকে গ্রেফতার করে পুলিশ। ট্যাক্সিটিকে আটক করা হয়।

মিমি জানিয়েছেন, জিম থেকে ফেরার সময় গাড়িতে তিনি ও চালক ছিলেন। হঠাত্ দেখেন, এক ট্যাক্সি চালক তাঁকে বাজে ইঙ্গিত করছে। প্রথমটা গুরুত্ব দেননি। কিন্তু তারপর তাঁর গাড়ি ওভারটেক এসে ফের অশালীন অঙ্গভঙ্গি করে ওই ট্যাক্সিচালক। মিমি বলেছেন, এ ধরনের অভব্যতা বরদাস্ত করা যায় না। কারণ, এরপর অন্য কারুর সঙ্গে তো আরও খারাপ কিছু করতে পারে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram