নামী কোম্পানির মোটর বাইক সার্ভিস সেন্টারের মোবাইল নম্বর হ্যাক করে লিঙ্ক পাঠিয়ে টাকা হাতানোর অভিযোগ, তদন্তে লালবাজার

Continues below advertisement
নামী কোম্পানির মোটর বাইক সার্ভিস সেন্টারের মোবাইল নম্বর হ্যাক করে লিঙ্ক পাঠিয়ে টাকা হাতানোর অভিযোগ। লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের। অভিযোগকারীর দাবি, তারাতলার ব্রেসব্রিজের কাছে নামী কোম্পানির মোটর বাইক ডিলারের সার্ভিস সেন্টারে এসে তিনি ওই নম্বরটি পান। এরপর ওই নম্বরে যোগাযোগ করলে, তাঁকে একটি লিঙ্ক পাঠিয়ে সেখানে ক্লিক করে একটি ফর্ম পূরণ করতে বলা হয়। সেই ফর্মে বাইক সংক্রান্ত তথ্য জানানোর পর, ডেবিট কার্ডের মাধ্যমে অনলাইনে ৫ টাকা পাঠাতে বলা হয় অভিযোগকারীকে। টাকা লেনদেনের পরই দেখা যায়, অভিযোগকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৪ হাজার ২০০ টাকা গায়েব হয়ে গিয়েছে। সেই টাকা অনলাইন পেমেন্ট সংস্থার অ্যাকাউন্টে জমা পড়ে যায়। অভিযোগকারীর ডেবিট কার্ডের পিন নম্বরও বদলে দেওয়া হয় বলে অভিযোগ। এনিয়ে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছেন প্রতারিত গ্রাহক। মোটর বাইক ডিলারের তরফেও লালবাজারে অভিযোগ জানানো হয়েছে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram