'লকডাউনে পিঠ ঠেকে গিয়েছিল দেওয়ালে', রিজেন্ট পার্কে মা ও দুই ছেলের 'আত্মহত্যার চেষ্টা',
রিজেন্ট পার্ক এলাকায় মা ও দুই ছেলের আত্মহত্যার চেষ্টা। লকডাউনে চরম আর্থিক অনটনের জেরে আত্মহত্যার চেষ্টা, দাবি আত্মীয়দের। আশঙ্কাজনক অবস্থায় তিন জনেই ভর্তি বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে। পিছনে আর কোনও কারণ কি না, খতিয়ে দেখছে পুলিশ।