নজরে ৯টা চটজলদি: 'দ্রুত সুস্থ হয়ে ওঠো', সৌরভের উদ্দেশে ট্যুইট সচিন-কোহলির, এবার কোভ্যাক্সিন প্রয়োগে সবুজ সঙ্কেত
Continues below advertisement
জিম করার সময় হঠাৎ ব্ল্যাকআউট, চিকিৎসাধীন সৌরভ। উডল্যান্ডস হাসপাতালে করা হল অ্যাঞ্জিওপ্লাস্টি। এখনই দরকার নেই বাইপাস সার্জারির। সৌরভের হৃদপিণ্ডে রক্ত সরবরাহকারী তিনটি ধমনীতে ব্লকেজ। বসানো হল স্টেন্ট। গঠিত মেডিকেল বোর্ড। হাসপাতাল সূত্রে খবর, আরও দুটি স্টেন্ট বসানোর কথা। স্টেন্ট বসানোর পর মেয়ে সানার সঙ্গে কথা বলেন সৌরভ। তাঁকে হাসপাতালে দেখতে যান রাজ্যপাল-মুখ্যমন্ত্রী। ফোন করে খোঁজ নিলেন অমিত শাহ। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক সৌরভ। ট্যুইট করলেন সচিন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট কোহলি, সহবাগ, রাহানে এবং কুম্বলের। কোভিশিল্ডের পর এবার কোভ্যাক্সিনে সবুজ সঙ্কেত দিল টিকা বিশেষজ্ঞ কমিটি। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ডিসিজিআই। স্বাস্থ্য মন্ত্রক সুত্রকে উধ্রিত করে দাবি সংবাদ সংস্থা পিটিআইয়ের। দেশের অন্য রাজ্যের সঙ্গে বাংলায় হল করোনা টিকার ড্রাই রান। উত্তর ২৪ পরগনার দত্তাবাদ, মধ্যমগ্রাম ও আমডাঙায় ২৫ জন স্বাস্থ্যকর্মী অংশ নেয় এই মহড়ায়।
Continues below advertisement
Tags :
Najore 9ta Numbers Of News Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bangla Khabar Ajker Bangla Khabar Ajker Khobor Bangla News Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Tweet Sourav Abp Ananda Sachin Vaccine