Netaji's 125th Birth Anniversary: আজ দেশনায়ককে শ্রদ্ধা জানাতে কুচকাওয়াজ, থাকবেন মুখ্যমন্ত্রী
Continues below advertisement
আজ নেতাজির (Netaji) জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকারের একাধিক কর্মসূচি। বেলা সোয়া ১২টায় সাইরেন বাজিয়ে নেতাজির জন্মমুহূর্ত স্মরণ করা হবে। সাইরেনের পর হবে কুচকাওয়াজও। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী-সহ রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। থাকবেন সাংসদ, বিধায়করা। তারপর শ্যামবাজার (Shyambazar) পাঁচমাথার মোড় থেকে পদযাত্রা হবে রেড রোড পর্যন্ত। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) রাজ্যবাসীর কাছে আবেদন, নেতাজির জন্মমুহূর্ত স্মরণে যেন সবাই শঙ্খধ্বনি ও উলুধ্বনি দেন। ইতিমধ্যেই শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে ভিড় জমাতে শুরু করেছেন মানুষজন। নির্বাচনের আগে নেতাজিকে ঘিরে কেন্দ্র ও রাজ্যের এই তৎপরতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
Continues below advertisement
Tags :
PM In Kolkata Netaji Research Bureau Bose's Birthday Netaji's Birth Anniversary Netaji Bhavan Subhas Chandra Bose Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bangla News Live Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bengali News Bengali News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News Abp Ananda Modi Narendra Modi TMC BJP Mamata Banerjee