New Year Celebration 2021: বছরের প্রথম দিন ফাঁকা-ফাঁকা Science City, করোনা-আতঙ্কের জের অন্যত্রও

Continues below advertisement
নতুন বছরের প্রথম দিনে পরিচিত ভিড় নেই সায়েন্স সিটিতে। করোনা আবহে এবার অনেকটাই আলাদা চিত্র। খুবই কমজন এসেছেন। গত বছরের তুলনায় প্রায় ৪০-৪২ শতাংশ পর্যটক কম। মেনে চলা হচ্ছে কোভিড বিধি। অন্যদিকে ইকোপার্কেও ভিড় কম। তবে বেলা বাড়লে ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে। পিকনিক মুখর একটা ছবি ধরা পড়ছে সেখানে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram