নতুন বছরে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো? শুরু ট্রায়াল রান, আশায় নিত্যযাত্রীরা
Continues below advertisement
নতুন বছরে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর ৪.৭ কিমি দীর্ঘ পথে মেট্রো? এই প্রশ্ন উসকে আজ এই পথে ট্রায়াল রান হল। এই ট্রায়াল রানে সবকিছু খতিয়ে দেখা হবে। সিগনালিং, যাত্রী স্বাচ্ছন্দ্য-- সব বিষয় যথাযথ রয়েছে কিনা, তাই এই ট্রায়াল রান। যা চলবে আগামী কয়েকদিন। এই প্রকল্পের মোট খরচ প্রায় ৬০০ কোটি টাকা। এদিন ট্যুইট করে ট্রায়াল রানের কথা জানান রেলমন্ত্রী। তিনি ট্যুইট করে জানান, 'নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর মেট্রোর প্রথম দফার ট্রায়াল রান শুরু। এটা চালু হলে এর লাভ পাবেন নিত্যযাত্রীরা এবং দক্ষিণেশ্বরে আসা তীর্থযাত্রীরা।' বর্তমানে পুনর্নির্মাণের জন্য বন্ধ টালা ব্রিজ। দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রেল চালু হলে কিছুটা হলেও দুর্ভোগ কাটার আশায় নিত্যযাত্রীরা।
Continues below advertisement