পার্ক সার্কাসে সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনে সামিল মেধা পাটকর

Continues below advertisement

চিদম্বরমের পর এবার মেধা পাটকর। শাহিনবাগের ধাঁচে পার্ক সার্কাসে সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনে সামিল হলেন বিশিষ্ট সমাজকর্মী। ভোটের রাজনীতি ভুলে বাম-তৃণমূলের একসঙ্গে সিএএ বিরোধী আন্দোলন করা উচিত। মন্তব্য মেধা পাটকরের। গত কয়েক দিন ধরেই সিএএ-এনআরসি প্রত্যাহারের দাবিতে পার্ক সার্কাসে অবস্থান বিক্ষোভ চলছে। গতকাল সেখানে যান মেধা পাটকর।
শাহীনবাগ, পার্ক সার্কাসের পর এবার কলকাতা পুরসভা। ফের  সিএএ ও এনআরসি-র বিরুদ্ধে অবস্থানে বসলেন শহরের নাগরিকরা। গতকাল বিকেল থেকে শুরু হয়েছে অবস্থান বিক্ষোভ। সিএএ ও এনআরসি প্রত্যাহারের দাবি জানান আন্দোলনকারীরা। হাতে ছিল জাতীয় পতাকা আর মুখে ছিল স্লোগান। সারা রাত খোলা আকাশের নিচে বসে রইলেন তাঁরা।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram