ভর দুপুরে মুষলধারে বৃষ্টি শহর কলকাতায়, সপ্তাহান্তে মিলবে শীতের আমেজ

Continues below advertisement

ভর দুপুরে আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। জল জমে গিয়েছে নবান্নের সামনে। কলকাতার আরও কয়েকটি জায়গা জলমগ্ন। দিনেই অন্ধকার নেমে আসায় আলো জ্বালিয়ে চলছে গাড়ি। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ। বৃষ্টি কমলে ফের নামবে পারদ। সপ্তাহান্তে আবারও মিলবে শীতের আমেজ। তবে কনকনে ঠান্ডা আর ফিরছে না। এদিকে, ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ছাড়া পঞ্জাব, হরিয়ানাতেও ঘন কুয়াশা। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে মাঝারি কুয়াশা। দিল্লি সহ উত্তর পশ্চিম ভারতে ঘন কুয়াশার কারণে নর্দার্ন রেলওয়ের ২০টি ট্রেন দেরিতে চলছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram