ঘরে ঘরে চলছে পৌষপার্বণের পিঠেপুলির প্রস্তুতি
পিঠে খেতে মজা, কিন্তু তৈরির হাজার ঝক্কি। মা-ঠাকুমার হাতের তৈরি পিঠের স্বাদ তাই এখন অধরা। তবে আজও অনেকে হাসিমুখে সেই ঝক্কি সামলে নতুন নতুন পিঠে তৈরি করেন। যাঁরা সেটা পারেন না তাঁদের জন্য রয়েছে দোকানে সাজানো পিঠেপুলি।