পুলিশ কর্মীদের মনোবল বাড়াতে প্রগতি ময়দান, জোড়াবাগান ও বৌবাজার থানায় পরিদর্শনে পুলিশ কমিশনার
Continues below advertisement
কলকাতার যে তিনটি থানায় পুলিশ কর্মী ও আধিকারিকরা করোনা আক্রান্ত হয়েছেন, সেইসব থানায় গিয়ে পুলিশ কর্মীদের সঙ্গে কথা বললেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। এদিন তিনি যান প্রগতি ময়দান, বউবাজার ও জোড়াবাগান থানায়। মূলত পুলিশ কর্মীদের মনোবল চাঙ্গা করতেই ওইসব থানাগুলির অন্যান্য পুলিশ অফিসার ও কর্মীদের সঙ্গে কথা বলেন এবং নিজেদের সুরক্ষিত রাখার পরামর্শও দেন। এছাড়াও তপসিয়া, বেনিয়াপুকুর, ট্যাংরা, তিলজলার কনটেনমেন্ট জোনগুলিতে পুলিশি বন্দোবস্তও ঘুরে দেখেন অনুজ শর্মা।
Continues below advertisement
Tags :
Pragati Maidan PS Bowbazar PS Jorabagan PS Police Corona Corona In West Bengal Anuj Sharma ABP Live Kolkata Police Abp Ananda