প্রজাতন্ত্র দিবস: কুচকাওয়াজের জন্য প্রস্তুত রেড রোড, শহর জুড়ে কড়া নিরাপত্তা
Continues below advertisement
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কলকাতা জুড়ে কড়া নিরাপত্তা। রেড রোডে কুচকাওয়াজ। নিরাপত্তার মোড়কে আশপাশের এলাকা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কলকাতায় মোতায়েন করা হয়েছে ৪ হাজার পুলিশ। শহরের বিভিন্ন জায়গায় নজরদারির জন্য রয়েছে ১০টি ওয়াচ টাওয়ার। রাস্তায় রয়েছে ১১টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। রেড রোড সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ১০টি বাঙ্কার। মোতায়েন কমব্যাট ও মোর্চা ফোর্স। শহরের বিভিন্ন বহুতলের ওপর থেকে চলছে নজরদারি। মেট্রো স্টেশন ও গঙ্গার ঘাটগুলিতে কড়া নিরাপত্তা। রাস্তায় থাকবেন ১০ জন ডিসি পদমর্যাদার অফিসার। থাকবেন জয়েন্ট সিপি পদমর্যাদার অফিসাররাও।
Continues below advertisement
Tags :
R-Day Parade R-Day Celebrations R-Day 71st Republic Day Red Road Abp Ananda Kolkata Republic Day