Reporter Stories: বেলেঘাটায় প্রোমোটিংয়ে বাধা দেওয়ায় কাউন্সিলর-ঘনিষ্ঠ প্রোমোটারের বিরুদ্ধে বাড়িতে হামলার অভিযোগ
Continues below advertisement
বেলেঘাটায় প্রোমোটিংয়ে বাধা দেওয়ায়, বাড়িতে বাইক বাহিনীর হামলা, ভাঙচুর। খুনের হুমকি দেওয়ার অভিযোগ। গ্রেফতার ২। বেলেঘাটার রাখাল ঘোষ লেনের বাসিন্দা অভিযোগকারী রীতা সাউয়ের অভিযোগ, বছরখানেক আগে তাঁদের বাড়িটি প্রোমোটিংয়ের জন্য চাপ দেন স্থানীয় প্রোমোটার জিতেন সাউ। রাজি না হওয়ায়, সম্প্রতি তাঁদের দোকান সংলগ্ন জমি দখল করে প্রোমোটিংয়ের কাজ শুরু করেন ওই প্রোমোটার। অভিযোগকারীর দাবি, অভিযুক্ত প্রোমোটার কলকাতা পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আশুতোষ দাসের ঘনিষ্ঠ। অভিযোগ, বৃহস্পতিবার রাতে তৃণমূলের বাইক বাহিনী অভিযোগকারীর বাড়ি ভাঙচুর করে। পরিবারের সদস্যদের খুনের হুমকিও দেয় বলে অভিযোগ। বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের হয়। ২ জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের সঙ্গে দলের যোগ নেই বলে দাবি তৃণমূল কাউন্সিলরের। প্রোমোটিং-বিবাদের সঙ্গে বাড়িতে হামলার কোনও যোগ রয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।
Continues below advertisement