লোহার রড দিয়ে অচৈতন্য ঘরেই তন্ত্রমতে ছেলের দেহ পোড়ায় মা! সল্টলেকে কঙ্কালকাণ্ডে হাড় হিম করা তথ্য

Continues below advertisement
বাড়িতে নিয়মিত তন্ত্র সাধনা হত, ছেলেকে খুন করে তন্ত্র মতেই দেহ পোড়ানো হয়েছিল। সল্টলেক এজে ব্লকের কঙ্কালকাণ্ডে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। এখনও বাড়ির পিছনে পরে রয়েছে পোড়া কাঠের টুকরো। সল্টলেকের এই বাড়ি থেকেই গত ১০ ডিসেম্বর উদ্ধার হয়েছিল এক যুবকের পোড়া কঙ্কাল। বাড়ির বড় ছেলেকে খুনের অভিযোগ ওঠে মা ও ছোট ভাইয়ের বিরুদ্ধে। দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার মৃতের বাড়িতে ঘটনার পুনর্নির্মাণ করে বিধান নগর পূর্ব থানা ও বিধান নগর গোয়েন্দা পুলিশ। পুলিশ সূত্রে দাবি ১২ অগাস্ট রাত ১টা ২০ মিনিট নাগাদ খুন করা হয় বাড়ির বড় ছেলে অর্জুন মহেশ্বরীকে। ছোট থেকেই কিডনি ও লিভারের সমস্যায় অসুস্থ ছিলেন অর্জুন। প্রথমে লোহার রড দিয়ে অচৈতন্য করা হয়, তারপর ঘরের মধ্যেই পুড়িয়ে দেওয়া হয় দেহ।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram