সকাল ৮টা: লকডাউনে কেমন পরিস্থিতি শহরের? আইন অমান্যে কী পদক্ষেপ নিল পুলিশ?
Continues below advertisement
আজ লকডাউনের দ্বিতীয় দিন। সকাল থেকে রাস্তায় গাড়ির সংখ্যা অনেকটাই কম। রাস্তার মোড়ে মোড়ে পুলিশ। গতকাল বিকেল ৫টার পরও কিছু গাড়ির চালক ও পথচারী লক ডাউন অমান্য করে রাস্তায় বেরিয়েছিলেন। আজ যাতে তা না ঘটে, তার জন্য সতর্ক পুলিশ। লক ডাউন অমান্য করার জন্য ইতিমধ্যে ২৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
Continues below advertisement
Tags :
Second Day Of Lockdown Naka Checking Shyambazar Em Bypass Lockdown In Bengal Park Circus Abp Ananda Lockdown