Sealdah flyover close: মেট্রোর কাজে শুক্রবার রাত থেকে বন্ধ হচ্ছে শিয়ালদা উড়ালপুল, ১৫-১৯ বদলাচ্ছে গাড়ির রুটও

Continues below advertisement
মেট্রো রেলের কাজের জন্য ১৫ জানুয়ারি রাত ১১টা থেকে ১৯ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদা ব্রিজের একাংশ। এর ফলে উত্তর-দক্ষিণে আচার্য জগদীশ চন্দ্র বসু রোড ধরে যাতায়াত করা যাবে না। উত্তর কলকাতা যে গাড়িগুলি মৌলালির দিকে আসবে সেগুলিকে মানিকতলা, রাজাবাজার অথবা মহাত্মা গাঁধী রোড হয়ে যেতে হবে। অন্যদিকে মৌলালি থেকে যে গাড়িগুলি রাজাবাজারের দিকে যাবে সেগুলিকে ধর্মতলা হয়ে যেতে হবে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram