লকডাউনের তৃতীয় দিনে ভিড় কমছে বাজারে, অনেকটাই কমেছে সব্জির দাম
Continues below advertisement
লকডাউনের তৃতীয় দিনে বাজারগুলি কার্যত ফাঁকা। কিন্তু দুদিন আগেও ছবিটা ছিল আলাদা। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মজুত রাখতে বাজারগুলিতে ছিল উপচে পড়া ভিড়। সেই তুলনায় শুক্রবার সকালে বাজারে ক্রেতাদের কম ভিড় চোখে পড়েছে। গত দুদিন সবজির দাম আগুন হলেও এদিন তা কিছুটা কমেছে। গ্রীষ্মকালীন সবজিগুলোর দাম ৫০ থেকে ৬০ টাকার মধ্যে দাঁড়িয়েছে। তবে মুরগির দাম বেড়েছ।
Continues below advertisement
Tags :
Market Empty Less Crowd In Market Vegetables Price Decreases Vegetables Price Gariahat Market Abp Ananda Lockdown Coronavirus Covid-19