অচেনা অষ্টমী! দর্শকশূন্য মণ্ডপ, তাই মনখারাপ উদ্যোক্তাদের

Continues below advertisement

আজ মহাষ্টমী। ১০৮ পদ্ম এবং প্রদীপ দিয়ে দেবী দুর্গার আরাধনা। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় হয়েছে সন্ধিপুজো। কোথাও স্বাস্থ্যবিধি-সামাজিক দূরত্ব মেনে হয়েছে অঞ্জলি আবার কোথাও অঞ্জলি হয়েছে ভার্চুয়ালি। জগৎ মুখার্জি পার্ক, হিন্দুস্তান পার্ক, বরানগর লো ল্যান্ড ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের অষ্টমী দুপুরের ছবিটা কেমন? দেখে নিন এবিপি আনন্দর প্রতিনিধিদের সঙ্গে। তবে এত আনন্দের মধ্যেও মন খারাপ উদ্যোক্তাদের। তাদের কথায়, মানুষ আসছেন কিন্তু আদালতের রায়ের জেরে কাউকেই মণ্ডপে ঢুকতে দিতে পারছেন না তাঁরা। কার্যত দর্শকশূন্য অষ্টমীর দুপুরের মণ্ডপ। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের অন্যতম উদ্যোক্তা মন্ত্রী সুজিত বসু সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram