দ্রুত তুলে ফেলা হচ্ছে কাঠামো, দূষণ রোধে গঙ্গার ঘাট পরিষ্কারে তৎপর কলকাতা পুরসভা
আজও গঙ্গায় প্রতিমা নিরঞ্জনের পালা চলবে। তবে সংখ্যায় তা কম হওয়ার সম্ভাবনা। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত থেকে এখনও পর্যন্ত ২ হাজারের বেশি প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। পাশাপাশি, দূষণের কথা মাথায় রেখে গঙ্গার ঘাট পরিষ্কারে তত্পর কলকাতা পুরসভা। জল থেকে দ্রুত তুলে ফেলা হচ্ছে কাঠামো। তুলে ফেলা হচ্ছে ফুল ও আনুষঙ্গিক সামগ্রী। চলছে আবর্জনা সাফাইয়ের কাজ।