শারদ আনন্দ ২০২০: একডালিয়া এভারগ্রিনে ষোড়শ উপাচারে শুরু দুর্গাপুজো, দেখুন সরাসরি
আজ মহাসপ্তমী। শাস্ত্রমতে ষোড়শ উপাচারে দুর্গাপুজো শুরু। যাবতীয় আচার অনুষ্ঠান শুরু সকাল থেকেই। আজ সকালে কলাবউ স্নান। ঘট স্থাপন করে দুর্গার প্রাণপ্রতিষ্ঠা। লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে নিয়ে সপরিবারের দুর্গার বাপের বাড়িতে আসার দিন। করোনা আবহে যাবতীয় সতর্কতা মেনেই মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে দেবীর আবাহন। একডালিয়া এভারগ্রিনের পুজোর ছবি দেখুন সরাসরি।