গঙ্গায় বিসর্জনের পর কাঠামো তোলা হলেও রয়ে যাচ্ছে প্রতিমার সাজের অংশ, দাবি পরিবেশকর্মী সুভাষ দত্তর, পরের বছর থেকে বদলাবে নিয়ম, জানালেন ফিরহাদ হাকিম
উত্তরপ্রদেশ পারলে পশ্চিমবঙ্গ নয় কেন? গঙ্গায় বিসর্জনের পর কাঠামো তোলা হলেও রয়ে যাচ্ছে প্রতিমার সাজের অংশ। দূষিত হচ্ছে গঙ্গা। জলের নমুনা পাঠানো হয়েছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে। জানালেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। নিয়ম মেনেই বিসর্জন। পরের বছর থেকে প্রতিমা নিরঞ্জনের নিয়মে আরও বদল আনা হবে। বললেন ফিরহাদ হাকিম।