শারদ আনন্দ ২০২০: আজও গঙ্গায় প্রতিমা নিরঞ্জনের পালা চলছে, দূষণের কথা মাথায় রেখে ঘাট পরিষ্কারে তৎপর কলকাতা পুরসভা
আজও গঙ্গায় প্রতিমা নিরঞ্জনের পালা চলছে। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত এখনও পর্যন্ত ২ হাজারের বেশি প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। পাশাপাশি, দূষণের কথা মাথায় রেখে গঙ্গার ঘাট পরিষ্কারে তৎপর কলকাতা পুরসভা। জল থেকে দ্রুত তুলে ফেলা হচ্ছে কাঠামো। তুলে ফেলা হচ্ছে ফুল ও আনুষঙ্গিক সামগ্রী। চলছে আবর্জনা সাফাইয়ের কাজ।
Tags :
Baje Kadamtala Ghat Shib Mandir ABP Ananda Shiv Mandir Durga Puja 2020 Shradananda 2020 Durga Puja In Kolkata Immersion Of Durga Idol ABP Ananda LIVE Sharad Ananda 2020 Kolkata Durga Puja