কোভিড আতঙ্ক! বেলুড় মঠে প্রথমবার মহারাজরা নয়, কুমারীকে আসন অবধি নিয়ে এলেন বাবা-মা, শুরু পুজো
Continues below advertisement
আজ মহাঅষ্টমী। ষোড়শ উপাচারে চলছে দেবীর পুজো, বিধি মেনে পুষ্পাঞ্জলি। বেলুড়মঠে সকালেই অনুষ্ঠিত হয়েছে সন্ধিপুজো। শাস্ত্রমতে চলছে কুমারী পুজোর আয়োজনও। করোনা আবহে পুজোর আয়োজন। ১৯৪৭-এর পর এই প্রথম বাগবাজার সর্বজনীনে হবে না বীরাষ্টমীর লাঠিখেলা। আদালতের নির্দেশ মেনে ভার্চুয়ালে পুষ্পাঞ্জলি। অন্যদিকে বেলুড় মঠে সকাল ৯ টা থেকে শুরু হবে কুমারী পুজো। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্বাস্থ্যবিধি মেনেই করা হয়েছে সন্ন্যাসীদের বসার ব্যবস্থা।
Continues below advertisement
Tags :
Baghbazar Sarbajanin ABP Ananda LIVE Durgapuja 2020 Sharad Ananda 2020 Belur Math Abp Ananda Durga Puja 2020