'তিনি নেই মেনে নিতে পারছি না', কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়লেন স্বাতীলেখা-সন্দীপ-দীপঙ্কর
প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়। এদিন বেলা ১২টা ১৫ মিনিটে প্রয়াত হন তিনি। গতকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়েছিল। সাড়া দিচ্ছিলেন না চিকিৎসায়। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন স্বাতীলেখা সেনগুপ্ত। তিনি জানান, "উনি একজন কিংবদন্তি। কিংবদন্তির সঙ্গে কাজ করতে কে না চায়। ‘ঘরে বাইরে’-র ‘সন্দীপ’-এর স্মৃতি হাতড়ালেন ‘বিমলা’ স্বাতীলেখা সেনগুপ্ত। অভিনেতা দীপঙ্কর দে বলেন, 'আমার খাতায় একটা কবিতা লিখে দিয়েছিলেন, এখনও তা যত্নে রাখা আছে'। সন্দীপ রায়ের কথায়, 'ষাট বছরের বেশি সময় ধরে চিনি। পরিবারের একজনকে হারালাম আজ।'
Tags :
Swatilekha Sengupta Dipankar De Sandip Ray Soumitra Chatterjee Death News Soumitra Chatterjee Death ABP Ananda LIVE Abp Ananda