আমরা আপনজনকে হারালাম, এই ক্ষতি কোনওদিন পূরণ হবে না, সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ আবীর চট্টোপাধ্যায়ের
সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করে অভিনেতা আবীর চট্টোপাধ্যায় বলেছেন, ‘গত কয়েকমাস ধরে আমরা শুধু ক্ষতিই দেখছি। আজ যে ক্ষতিটা হল, এই ক্ষতি কোনওদিনই পূরণ করা যাবে না। শুধু বাংলা বা ভারত, সারা বিশ্বে যাঁরা সিনেমা ভালবাসেন, যে কোনও ধরনের শিল্প ভালবাসেন, তাঁরা প্রত্যেকে সৌমিত্রজেঠুকে মিস করবেন। আমরা কী হারালাম, সেটা সবাই বুঝতে পারছি। নক্ষত্র পতন। আমরা আপনজনকে হারালাম। এটা বিশাল ক্ষতি। এই ক্ষতি কোনওদিন পূরণ করা যাবে না।’
Tags :
Soumitra Chatterjee Death News Abir Chatterjee Soumitra Chatterjee Death ABP Ananda LIVE Abp Ananda