Soumitra Chatterjee Demise: সমাপ্তি দীর্ঘ অভিযানের, সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে সংস্কৃতি জগতে শোকের ছায়া

Continues below advertisement

চলে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ৪০ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হার মানলেন খিদ্দা। বেলা ১২টা ১৫-য় বেলভিউ হাসপাতালে জীবনাবসান। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে সংস্কৃতি জগতে শোকের ছায়া। আলোর উৎসবের মধ্যেই ছেয়ে গেল অন্ধকার। মৃত্যুর কাছে পরাজিত অপরাজিত অপু।  প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনা আক্রান্ত হয়ে গত ৬ অক্টোবর ভর্তি হন হাসপাতালে। সেই শুরু লড়াইয়ের। প্রবীণ অভিনেতার জীবনীশক্তির কাছে হারতে হয় করোনাকে। কিন্তু শেষরক্ষা হল না। সমাপ্তি দীর্ঘ অভিযানের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram