হেমন্তের বিকেলে ‘বসন্ত বিলাপ’-এর বন্ধুদের কাছে পাড়ি শ্যামসুন্দরের
অরণ্যের দিনরাত্রি কিংবা বসন্ত বিলাপ, বন্ধুত্ব নিয়ে ছবির কথা বলতে গেলে এই দুটি নাম অবধারিতভাবে আসবেই। আর এই ছবিগুলিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বন্ধুর চরিত্রে যারা অভিনয় করেছিলেন, তাঁরা সকলেই একে একে চলে গেছেন। রবিবার বন্ধুদের কাছে পাড়ি দিলেন সৌমিত্রবাবুও।
Tags :
Soumitra Chatterjee Demise Satyajit Ray Soumitra Chatterjee Soumitra Chatterjee Death ABP Ananda LIVE Abp Ananda Kolkata