'ওর প্রতি আমার নির্ভরশীলতা শিল্পী জীবনের শেষ দিন পর্যন্ত থাকবে', সৌমিত্রকে নিয়ে বলেছিলেন সত্যজিৎ
Continues below advertisement
সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন সত্যজিৎ রায়ের মানসপুত্র। অপুর সংসার থেকে শুরু করে সত্যজিৎ রায় পরিচালিত ১৪টি ছবিতে তিনি অভিনয় করেন। সৌমিত্রবাবু প্রসঙ্গে সত্যজিৎ রায় একবার বলেছিলেন, ওঁর প্রতি আমার নির্ভরশীলতা শিল্পী জীবনের শেষ দিন পর্যন্ত বজায় থাকবে।
Continues below advertisement
Tags :
Soumitra Chatterjee Demise Satyajit Ray Soumitra Chatterjee Soumitra Chatterjee Death ABP Ananda LIVE Abp Ananda Kolkata