Soumitra Chatterjee Health: শরীরের ভিতরে রক্তক্ষরণ সৌমিত্রর, হয়ে গেল তৃতীয়বার ডায়ালেসিস, দেওয়া হল ৪ ইউনিট রক্ত
সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি। শরীরের ভিতরে ফের রক্তক্ষরণ। চিকিৎসকদের চেষ্টায় কিছুটা নিয়ন্ত্রিত হলেও অব্যাহত রক্তক্ষরণ। বেলভিউ সূত্রে খবর, রবিবার করা হয়েছে তৃতীয়বার ডায়ালেসিস। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে চিন্তায় চিকিত্সকরা। রবিবার সন্ধেয় বেলভিউ হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, এদিন প্রবীণ অভিনেতার শরীরের ভিতর নতুন করে রক্তক্ষরণ হয়। চিকিত্সকরা কিছুটা নিয়ন্ত্রণ করতে পারলে তা অব্যাহত। কমেছে হিমোগ্লোবিনের মাত্রা। ৪ ইউনিট রক্ত দেওয়া হয়েছে অভিনেতাকে।
Tags :
Soumitra Chatterjee Health Update Dialysis Soumitra Chatterjee ABP Ananda LIVE Abp Ananda Kolkata