Soumitra Chatterjee Health Update: উন্নতির লক্ষণ নেই স্নায়ুজনিত সমস্যার, ফের এমআরআই-সিটি স্ক্যানের ভাবনা চিকিৎসকদের

Continues below advertisement

ভালো নেই সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে শারীরিক অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল। বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, শরীরে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা স্বাভাবিক নয়। তাঁর স্নায়ু সংক্রান্ত সমস্যা একই রকম রয়েছে। এখনও কাটেনি আচ্ছন্নতা ও অস্থিরতা। হাসপাতাল সূত্রে খবর, আগামীকাল ফের সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা পরীক্ষা হবে। আজ ইসিজি, ইকো, ব্লাড টেস্ট সহ বেশ কিছু পরীক্ষা করা হবে বলে বেলভিউ সূত্রে খবর। গতকাল অভিনেতার রাতে ভালো ঘুম হয়েছে, জানাচ্ছে হাসপাতাল। আজ সকাল অবধি স্নায়ুজনিত সমস্যা রয়েছে একইরকমে। দু-তিন দিনের মাথায় ফের এমআরআই ও সিটি স্ক্যান করা হতে পারে বলে খবর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram