এখনও শরীরে অক্সিজেন কম, সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্লাজমা থেরাপি করছেন চিকিৎসকরা
সৌমিত্র চট্টোপাধ্যায়কে এবার প্লাজমা থেরাপি করা হচ্ছে। চিকিৎসকদের পরামর্শে শুরু হয়েছে কনভালসেন্ট প্লাজমা থেরাপি। এমআরআই করাও জরুরি, মনে করছেন চিকিৎসকেরা। মেডিকাল বোর্ড ছাড়াও অন্য চিকিৎসকদের পরামর্শও নেওয়া হচ্ছে। বেলভিউ সূত্রে খবর, এখনও তাঁর শরীরে অক্সিজেনের পরিমান কম। করা হয়েছে বর্ষীয়ান অভিনেতার বুকের সিটি স্ক্যানও।