Sourav Ganguly Health: রাতে খেলেন চিকেন স্টু-ফল-টোস্ট, অনুরাগীদের ভিড় না করতে আবেদন সৌরভের

Continues below advertisement
এই মুহূর্তে ভালোই আছেন। স্থিতিশীল সৌরভ গঙ্গোপাধ্যায়। বাড়িতে জিম করার সময় হঠাৎ ব্ল্যাকআউট হয়ে পড়েন তিনি। আপাতত বিপন্মুক্ত তিনি। জানা গিয়েছে, রাতে চিকেন স্টু, টোস্ট ফ্রুটস খেয়েছেন তিনি। অনুরাগীদের হাসপাতালের সামনে ভিড় করতে বারণ করেছেন তিনি। ৭ সদস্যের মেডিকেল টিম তাঁকে পর্যবেক্ষণে রেখেছে। এদিকে, এদিন মাইল্ড হার্ট অ্যাটাকের পর তাঁর স্টেন্ট বসেছে। তারপর কেটেছে বিপদ। চিকিৎসকরা বলছেন, 'গোল্ডেন সময়ে চিকিৎসা হওয়ায় বিপদ কেটেছে তাঁর।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram