Sourav Ganguly Health: ২০ দিনের মাথায় ফের হাসপাতালে সৌরভ, বুকে ব্যথা অনুভব হওয়ায় তড়িঘড়ি এই সিদ্ধান্ত

Continues below advertisement
৭ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি, উডল্যান্ডস হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ২০ দিনের মধ্যে ফের অসুস্থ হয়ে পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁকে ভর্তি করা হয়েছে বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে (Apollo Hospital)। সৌরভের পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাতে প্রথমে বুকে অস্বস্তি বোধ করেন সৌরভ। বুধবার দুপুর ২টো নাগাদ বুকে ব্যথা অনুভব করেন। এরপরই আর ঝুঁকি নিতে চাননি পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা দুই চিকিৎসক সপ্তর্ষি বসু ও সরোজ মণ্ডলকে খবর দেওয়া হয়। তাঁরা পর্যবেক্ষণের পর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram