Sourav Ganguly Health: ফের কি স্টেন্ট বসানো হবে সৌরভের হার্টে? কী বলছে হাসপাতাল?

Continues below advertisement
২০ দিনের মধ্যে ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বৃহস্পতিবার তাঁর অ্যাঞ্জিওগ্রাম (Angiogram) করা হবে। আগেরবার সৌরভের হার্টে তিনটি ধমনীতে ব্লকেজ ধরা পড়েছিল। এর মধ্যে ৯০ শতাংশ ব্লকেজ থাকায় একটি ধমনীতে ড্রাগ ইলিউটিং স্টেন্ট (Drug Eluting Stent) বসানো হয়েছে। বাকি দুটি ধমনীতেও কি একই ধরনের স্টেন্ট বসানো হবে? অ্যাঞ্জিওগ্রামের পর সেব্যাপারে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram