Sourav Ganguly Health Update: ইকো, ইসিজিতে ধরা পড়েছে কিছু সমস্যা, আজ অ্যাপোলো হাসপাতালে সৌরভকে রাখা হবে পর্যবেক্ষণে

Continues below advertisement
ফের অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়। ফের বুকে ব্যথা অনুভব করায়, বাইপাসের ধারে, অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হল তাঁকে। বেহালার বাড়ি থেকে অ্যাপোলো, গ্রিন করিডর করে, নিয়ে যাওয়া হয় সৌরভকে। স্টেন্ট বসানোর পর, গত ৭ তারিখই উডল্যান্ডস থেকে বাড়ি ফেরেন সৌরভ। গত ২ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হন সৌরভ। তাঁর তিনটি ধমনীতে ব্লকেজ ধরা পড়ে। ডান দিকের ধমনীতে প্রায় ৯০ শতাংশ ব্লকেজ ছিল। সেখানে স্টেন্ট বসানো হয়। বাকি দু’টি ধমনীতে ব্লকেজ প্রায় ৭০ শতাংশ। অ্যাঞ্জিওপ্লাস্টির পর মহারাজের শারীরিক অবস্থা পরীক্ষা করতে কলকাতায় আসেন, প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠী। এরপর, ৭ তারিখ বাড়ি ফেরেন সৌরভ। বাড়ি ফেরার পর থেকেই চিকিত্‍সকদের তত্ত্বাবধানে ছিলেন। এরইমধ্যে, ফের তাঁর অসুস্থ হওয়ার খবর। উদ্বেগে অনুরাগী-শুভানুধ্যায়ীরা।
সৌরভকে দেখছেন ৩ জন চিকিৎসক আফতাব খান, সপ্তর্ষি বসু, সরোজ মণ্ডল। কৈলাস বিজয়বর্গীয়র কাছে সৌরভের খোঁজ নিলেন অমিত শাহ। সৌরভের হার্টে ব্লকেজ থাকায় একটি স্টেন্ট বসানো হয়। ৭ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পান সৌরভ। ২০ দিনের মধ্যেই ফের অসুস্থ সৌরভ। ইকো কার্ডিওগ্রাম, ইসিজিতে ধরা পড়ল কিছু সমস্যা। আজ অ্যাপোলো হাসপাতালে রাখা হবে পর্যবেক্ষণে। কাল অ্যাঞ্জিওগ্রাম করা হবে সৌরভের।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram