করোনায় বাতিল সিরিজ, কলকাতা হয়ে দেশে ফিরতে চায় দক্ষিণ আফ্রিকা দল, এ বিষয়ে আরও জানাচ্ছেন এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে
Continues below advertisement
করোনা আতঙ্কে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজ বাতিল হয়েছে আগেই। দিল্লি হয়ে ফিরতে চাইছে না দক্ষিণ আফ্রিকা টিম। করোনা আতঙ্কে দিল্লি হয়ে ফিরতে চাইছে না তারা। কলকাতা হয়ে দেশে ফিরতে চায় দক্ষিণ আফ্রিকা টিম। ১৬ মার্চ কলকাতায় আসতে চায় প্রোটিয়ারা। রাতে থাকতে চায় তাজ বেঙ্গলে। পরের দিন সকালে কলকাতা থেকে উড়ান ধরার পরিকল্পনা। প্রোটিয়াদের তাজ বেঙ্গলে থাকায় আপত্তি রাজ্যের। জনবহুল এলাকায় হোটেল হওয়ায় আপত্তি। বিমানবন্দরের কাছে প্রোটিয়াদের রাখার পরামর্শ।
Continues below advertisement
Tags :
COVID-19 Coronavirus West Bengal Government India Vs South Africa Odi Series Bcci Abp Ananda Kolkata