আগামীকাল ন্যাশনাল ক্যান্সার সারভাইভার্স ডে, তার আগে মারণ রোগ নিয়ে বিশেষ সচেতনতা শিবির
Continues below advertisement
আগামীকাল ন্যাশনাল ক্যান্সার সারভাইভার্স ডে। তার আগে মারণ ক্যান্সার নিয়ে বিশেষ সচেতনতা শিবির। সোনাগাছিতে দুর্বার মহিলা সমন্বয় কমিটির অফিসে এই শিবিরের আয়োজন করে চিকিৎসকদের একটি সংগঠন। শিবিরে অংশ নেন বহু যৌনকর্মী। ক্যান্সার রোগ সম্পর্কে ভিভিন্ন তথ্য দেওয়ার পাশাপাশি, তাঁদের এই রোগ নিয়ে চেতন করেন চিকিৎসকরা। চিকিৎসকদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছর ন্যাশনাল ক্যান্সার সারভাইভার্স ডে সাড়ম্বরে পালন করা হলেও করোনা আবহে এবার সম্ভব নয়। তাই এই সচেতনতা শিবির। পরে সচেতনতা শিবিরে অংশগ্রণকারীদের হাতে তুলে দেওয়া হয় ত্রাণ সামগ্রী।
Continues below advertisement
Tags :
National Cancer Survivors Day Durbar Mahila Samanwaya Committee Sex Workers Sonagachi Abp Ananda Cancer