খাবারের প্যাকেটে শেফ, ফুড প্যাকার, ডেলিভারি বয়ের শরীরের তাপমাত্রা, সতর্কতা নিয়ে অনলাইন খাবার ডেলিভারি শুরু স্পেশালিটি রেস্তোরাঁ গ্রুপের
Continues below advertisement
করোনা আবহে খাবার ডেলিভারি নিয়ে তৈরি হয়েছে সংশয়। তার প্রেক্ষিতে এবার অনলাইন খাবার ডেলিভারি চালু করল স্পেশালিটি রেস্তোরাঁ গ্রুপ। বরাবরের মতো খাবারের গুণগত মান বজায় রাখার পাশাপাশি, নেওয়া হচ্ছে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা। অনলাইন ডেলিভারির ক্ষেত্রে খাবারের প্যাকেটে লেখা থাকবে শেফ, ফুড প্যাকার এবং ডেলিভারি বয়ের শরীরের তাপমাত্রা। যাতে নিশ্চিন্ত হতে পারেন ক্রেতারা। মেনল্যান্ড চায়না, ওহ্ ক্যালকাটা, কাফে মেজুনা, সুইট বেঙ্গল, সিগ্রি গ্লোবাল গ্রিল - স্পেশালিটি রেস্তোরাঁ গ্রুপের এই সমস্ত রেস্তোরাঁ থেকে এবার অনলাইন খাবার মিলবে। জানিয়েছেন সংস্থার কর্ণধার অঞ্জন চট্টোপাধ্যায়।
Continues below advertisement
Tags :
Anjan Chatterjee Safest Measures People Suffering Specialty Restaurant Group Online Food Delivery Corona Virus Lock Down Corona Online Food Abp Ananda Bengal