৮২-তম জন্মদিনে চুনী গোস্বামীর নামে প্রকাশিত ডাকটিকিট
দীর্ঘদিন তাঁর পা শাসন করেছে ভারতীয় ফুটবল। তাঁরই বিরাশিতম জন্মদিনে ডাক বিভাগের শ্রদ্ধার্ঘ। কিংবদন্তী ফুটবলার চুনী গোস্বামীর নামে প্রকাশিত হল ডাক টিকিট। জন্মদিনে নিজের বাড়িতেই রয়েছেন অসুস্থ চুনী গোস্বামী। এদিন তাঁর বাড়িতে এসেই তাঁর নামাঙ্কিত ডাকটিকিট উদ্বোধন করলেন ডাক বিভাগের কর্তারা। শুভেচ্ছা জানাতে বাড়িতে আসেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, প্রাক্তন ক্রিকেটার রাজু মুখোপাধ্যায়ের মত বিশিষ্ট ক্রীড়াবিদেরা। পাশে পরিবারও। বিরাশিতম জন্মদিনে কেক কাটলেন কিংবদন্তী ফুটবলার। তাঁর গলায় তখন আবেগ।
শুধু ফুটবলারই নন। প্রথম শ্রেণির ক্রিকেটেও ছিল তাঁর সমান আধিপত্য। রাজু মুখোপাধ্যায় যখন বাংলা দলে ঢোকেন, তখন সেই দলের অধিনায়ক ছিলেন চুনী গোস্বামী স্বয়ং। বিরাশিতম জন্মদিন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছার ঢল। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপ্লুত কিংবদন্তী ফুটবলার।
শুধু ফুটবলারই নন। প্রথম শ্রেণির ক্রিকেটেও ছিল তাঁর সমান আধিপত্য। রাজু মুখোপাধ্যায় যখন বাংলা দলে ঢোকেন, তখন সেই দলের অধিনায়ক ছিলেন চুনী গোস্বামী স্বয়ং। বিরাশিতম জন্মদিন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছার ঢল। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপ্লুত কিংবদন্তী ফুটবলার।