আমদানি করা খেলনার ওপর শুল্ক, মন্দার আশঙ্কায় কলকাতার খেলনা ব্যবসায়ীদের ধর্মঘট
Continues below advertisement
আমদানি করা খেলনার ওপর শুল্ক চাপানোয় ব্যবসায় মন্দা দেখা দেওয়ার আশঙ্কায় কলকাতার খেলনা ব্যবসায়ীদের ধর্মঘট। ব্যবসায়ীদের দাবি, ব্রেবোর্ন রোড, ক্যানিং স্ট্রিটে, বাগড়ি মার্কেট, নিউ মার্কেট সহ গোটা কলকাতায় প্রতিদিন ১০০ কোটি টাকার খেলনা বেচাকেনা হয়। ভারতে যত খেলনা বিক্রি হয়, তার মধ্যে ৮৫ শতাংশ খেলনা বিদেশ থেকে আমদানি হয় বলে দাবি। ব্যবসায়ীদের আশঙ্কা, সম্প্রতি কেন্দ্রীয় সরকার আমদানি করা খেলনার ওপর শুল্ক চাপানোয় খেলনার দাম বাড়বে। ফলে মধ্যবিত্ত ক্রেতারা খেলনা কিনতে গিয়ে সমস্যায় পড়বেন। খেলনার বিক্রি কমবে। এই আশঙ্কায় কেন্দ্রীয় অর্থ মন্ত্রক ও শুল্ক দফতরের কমিশনারকে চিঠি দিয়েছেন খেলনা ব্যবসায়ীরা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকেও তাঁরা চিঠি দেবেন বলে জানিয়েছেন।
Continues below advertisement