ট্যাংরায় সেদিন রাতে ঠিক কী ঘটেছিল? এবিপি আনন্দকে জানালেন অভিযোগকারিণী
ট্যাংরায় এক মহিলাকে অপহরণ এবং বাধা দিলে তাঁর শ্বশুরকে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। অভিযোগকারিণীর সঙ্গে কথা বলে আমরা জানার চেষ্টা করেছি, সেই রাতে ঠিক কী ঘটেছিল? অন্যদিকে, অভিযোগকারিণীকে নিয়ে এদিন ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশও। নভেম্বর মাসে কলকাতায় সাড়া ফেলে দিয়েছিল, পঞ্চয়াসরে ট্যাক্সিতে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ। তিন মাসের মধ্যে। ফের আরেক ভয়াবহ ঘটনার সাক্ষী রাতের কলকাতা। মাঝরাস্তা থেকে মহিলাকে অপহরণের চেষ্টার অভিযোগ। বউমাকে বাঁচাতে গিয়ে খুন শ্বশুর।
ট্যাংরার গোবিন্দ খটিক রোডের এই ঘটনা ফের প্রশ্নের মুখে ফেলে দিয়েছে রাতের কলকাতার নিরাপত্তাকে।