উল্টোডাঙায় শাসক-দ্বন্দ্ব, 'টেবিল বসালে ভেঙে দেব, সরকারের কাজে রাজনৈতিক দল থাকবে না', বললেন Sadhan Pandey
Continues below advertisement
'দুয়ারে সরকার' কর্মসূচিকে কেন্দ্র করে উল্টোডাঙ্গায় প্রকাশ্যে তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্ব। ছিঁড়ে ফেলা হয়েছে সরকারি নথি। কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে আজ সকাল থেকে 'দুয়ারে সরকার' কর্মসূচি পালন হচ্ছিল। সেই সময় প্রকাশ্যে আসে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। অভিযোগ, বাইরে ভিড় থাকলেও ওয়ার্ড কো-অর্ডিনেটরের পরিচিতরাই প্রবেশের সুযোগ পাচ্ছিলেন। পরে মন্ত্রী সাধন পাণ্ডে সেখানে পৌঁছলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যদিও ওয়ার্ড কো-অর্ডিনেটর জানিয়েছেন সকাল থেকে মসৃণভাবে কাজ চললেও দুপুর দেড়টা নাগাদ সাধন পাণ্ডে (Sadhan Pandey)সেখানে পৌঁছে গণ্ডগোল শুরু করেন।ফোনে মন্ত্রী সাধন পাণ্ডে জানিয়েছেন, 'সরকারের কাজে কোন রাজনৈতিক নেতা থাকতে পারবেন না, টেবিল বসালে ভেঙে দেব।'
Continues below advertisement
Tags :
Bengal Political News Sadhan Pande Ultadanga Inner Clash Duare Sarkar ABP Ananda LIVE Abp Ananda TMC