Traffic Trial At Abhishikta Crossing: জোরকদমে মেট্রোর কাজ, ভোগান্তি এড়াতে অভিষিক্তা মোড়ে যান নিয়ন্ত্রণ, বিকল্প রুটের সিদ্ধান্ত কলকাতা পুলিশের

Continues below advertisement
অভিষিক্তা মোড়ে (Abhishikta Crossing) মেট্রোর কাজের জন্য কয়েক মাস ব্যাপী ওই এলাকায় নিয়ন্ত্রিত করা হবে যান চলাচল। এর জন্য বেশ কিছু গাড়ির রুটেরও পরিবর্তন করেছে কলকাতা ট্রাফিক পুলিশ (Kolkata Trafifc Police) । পুলিশ সূত্রে খবর, পরিস্থিতি কী দাঁড়ায়, তা দেখার জন্য আগামী দু-তিন দিন ওই এলাকায় পরীক্ষামূলকভাবে বিকল্প রুটে যান চলাচল করবে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram