'মাস্ক পরে রিহার্সাল, দূরত্ব বজায় রেখে শট', এভাবেই শুরু হল শ্যুটিং
Continues below advertisement
আড়াই মাস পার করে শুরু হল সিরিয়ালের শ্যুটিং। সচল হয়ে উঠল টালিগঞ্জের স্টুডিওগুলি। বুধবার মন্ত্রী অরূপ বিশ্বাসের মধ্যস্থতায় ইন্ডাস্ট্রির সমস্ত পক্ষ একমত হয়ে আজ থেকে শ্যুটিং শুরু হওয়ার কথা জানিয়েছিল। স্বাক্ষরিত হয়েছিল এসওপি। সেই মত সমস্ত সুরক্ষা বিধি মেনে শুরু হয়েছে শ্যুটিং। অভিনেতা-অভিনেত্রী-সহ মোট ৩৫ জন কলাকুশলী নিয়েই শুরু হয়েছে শ্যুটিং।
Continues below advertisement