'আগে থেকেই ভর্তি বাস', বাসের পিছনে ছোটাই সার
Continues below advertisement
আনলক ওয়ানের প্রথম দিনে রীতিমতো সমস্যার সম্মুখীন হতে হয়েছিল নিত্যযাত্রীদের। হাতে সময় নিয়ে বেরিয়েছিলেন যাত্রীরা। তবে অধিকাংশ বাসই স্ট্যান্ড থেকে ভরে আসছে বলে দাবি উল্টোডাঙার যাত্রীদের। এদিকে আনলক ওয়ানের দ্বিতীয় দিনেও নেই পর্যাপ্ত বাস। অফিস পৌঁছতে কার্যত কালঘাম ছুটছে কর্মীদের।
Continues below advertisement