বিয়ের পরেই অসুস্থ, হাসপাতালে ভর্তি অভিনেতা দীপঙ্কর দে, রাখা হয়েছে আইসিসিইউ-তে
Continues below advertisement
পাত্রের বয়স ৭৫। কনে ৪৯। তাতে কী! ভালবাসার কাছে হার মানল বয়স। ভালবাসার সম্পর্কে লাগল নতুন রং। বিয়ে করলেন অভিনেতা দীপঙ্কর দে ও দোলন রায়। যদিও বৃহস্পতিবার রেজিস্ট্রি করে বিয়ের পরেই শুক্রবার সন্ধে ৭টা নাগাদ অসুস্থ বোধ করায় দীপঙ্করকে ভর্তি করা হয় সল্টলেকের আমরি হাসপাতালে। চিকিত্সকরা জানিয়েছেন, গুরুতর শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন অভিনেতা। তাঁকে রাখা হয়েছে ইনটেনসিভ কার্ডিয়াক কেয়ার ইউনিটে। চিকিত্সকরা তাঁর অসুস্থতার কারণ খতিয়ে দেখছেন। করা হচ্ছে বিভিন্ন পরীক্ষা।
Continues below advertisement