কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও ছাত্র বিক্ষোভের মুখে রাজ্যপাল, পন্থা নিয়ে ভিন্ন মত বিশিষ্টদের

Continues below advertisement
যাদবপুরের পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও ছাত্র বিক্ষোভের মুখে রাজ্যপাল। দফায় দফায় বিক্ষোভের জেরে নজরুল মঞ্চ ছাড়েন জগদীপ ধনকড়। আচার্যকে ছাড়াই শুরু হল সমাবর্তন অনুষ্ঠান। এদিন দুপুরে রাজ্যপালের গাড়ি ঢোকামাত্রই বিক্ষোভ দেখাতে শুরু করে একদল পড়ুয়া। বিক্ষোভকারীদের হাতে ছিল সিএএ-এনআরসি-এনপিআর বিরোধী পোস্টার। ছাত্র বিক্ষোভের মধ্যেই কোনওক্রমে গাড়ি থেকে নেমে প্রেক্ষাগৃহের ভিতরে যান রাজ্যপাল। তবে মঞ্চে উঠতে পারেননি আচার্য। রক্ষীদের প্রহরায় গ্রিনরুমে বসে থাকেন তিনি। শান্ত হওয়ার জন্য বিক্ষোভরত পড়ুয়াদের বারবার আবেদন জানান উপাচার্য-সহ বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা। কিন্তু পড়ুয়ারা সাফ জানিয়ে দেন, রাজ্যপাল না ফিরে গেলে তাঁরা বিক্ষোভ চালিয়ে যাবেন। এরপর উপাচার্য জানান, রাজ্যপাল সমাবর্তন মঞ্চে আসবেন না। নোবলজয়ী অর্থনীতিবিদ অভিজিত বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের হাতে তিনিই ডি-লিট তুলে দেবেন। এ কথা শুনে শান্ত হন আন্দোলনকারী পড়ুয়ারা। এরপরই শুরু হয় সমাবর্তন। প্রায় আধঘণ্টা অপেক্ষার পর শেষমেশ নজরুল মঞ্চ থেকে বেরিয়ে যান জগদীপ ধনকড়।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram